মাগুরায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ – magurarkotha.com

মাগুরায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১৪, ২০২৩

প্রতিবন্ধীরা কোন সমাজের বোঝা নয়, সমাজ বিনির্মানে তাদেরকে উন্নয়নের মুল শ্রোতধারায় নিয়ে আসতে সকলের সহযোগীতা প্রয়োজন। গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, হেয়ারিংএইড, স্মার্ট ক্যান সহ সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। মাগুরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে প্রতিবন্ধিদের মাঝে এসব বিতরণে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট সাইফুজ্জামান শিখর।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা আব্দুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আশাদুল ইসলাম, সহকারী পরিচালক জাহিদুল আলম, ফিজিও থেরাপিস্ট মোঃ মঈন খান প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগীতায় জেলার ৫৪ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, হেয়ারিং এইড, স্মার্ট ক্যান (সাদা ছড়ি) সহ বিভিন্ন প্রতিবন্ধী সামগ্রী বিতরণ করা হয়।

error: Content is protected !!