মাগুরায় “বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত” – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

মাগুরায় “বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত”

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২০, ২০২৩

অদ্য ১৯/০২/২০২৩ তারিখ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মাগুরা জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক জাঁকজমকপূর্ণ পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন মাগুরা জেলার মান্যবর জেলা প্রশাসক এবং জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জনাব মোহাম্মদ আবু নাসের বেগ। জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় জেলা প্রশাসক মহোদয় বলেন যে, শিল্পকলা একাডেমির মাধ্যমে দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশী জাতিস্বত্তা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। শিল্পকলা একাডেমির কার্যক্রমের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। শিল্পকলা একাডেমি আছে বলেই আমাদের শিশু-কিশোর এবং তরুণ সমাজ সাংস্কৃতিক চর্চায় আগ্রহী হয়ে উঠছে।
জেলা প্রশাসন, মাগুরা শুদ্ধ সাংস্কৃতিক চর্চার সারথি শিল্পকলা একাডেমিকে সমৃদ্ধ করতে সর্বদা সচেষ্ট রয়েছে।

error: Content is protected !!