মাগুরায় জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার ৮ অক্টোবর সকাল ১১টায় শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারে জাতীয় ছাত্র সমাজের মাগুরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষণ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির প্রয়াত আহ্বায়ক এ্যাডভোকেট হাসান সিরাজ সুজা’র সহধর্মিনী, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সেলিনা হাসান। প্রধান বক্তা হিসেবে ছিলেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডি শরিফুল ইসলাম অর্ণব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুস সায়েফিন সাঈদ যুগ্ম আহ্বায়ক মাগুরা জেলা জাতীয় পার্টি।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খান রবিউল হক মিঠু, তুহিন আরাফাত সদস্য কেন্দ্রীয় কমিটির জাতীয় ছাত্র সমাজ,
শাহরিয়ার পারভেজ ইমন সদস্য জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটি, সাদ্দাম হোসেন সদস্য সচিব খুলনা জেলা জাতীয় ছাত্রসমাজ , তৌফিক বেলাল সাধারণ সম্পাদক সাতক্ষীরা সরকারি কলেজ জাতীয় ছাত্র সমাজ প্রমুখ।
মাগুরা জেলা জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের কর্মীসভায় বিভিন্ন উপজেলা ,ইউনিয়ন ও পৌর শাখাসহ বিভিন্ন শাখার ছাত্র নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।কর্মীসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।