মাগুরা সদর উপজেলার বাহারবাগ এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত একটি নসিমনের ধাক্কায় হানজালা (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)
শনিবার (২৪ সেপ্টম্বর) সকালের দিকে এ দুঘটনা ঘটে।
হানজালা ওই এলাকার জিল্লুর রহমানের ছেলে।
জিল্লুর রহমান বলেন, বাহারবাগ এলাকায় রাস্তা পার হচ্ছিল হানজালা। এ সময় মাগুরাগামী ইটভর্তি একটি নসিমনের ধাক্কায় গুরুতর আহত হয় আমার ছেলে। পথচারীরা হানজালাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসাপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের ডা. আশরাফুল ইসলাম মৃত বলে ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক নসিমনচালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।