বর্ণাঢ্য আয়োজনে মাগুরা শহরের ঐতিহ্যবাহী দুধ মল্লিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে । এ উপলক্ষে গতকাল শনিবার সকালে স্কুল প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন শেষে ইনডোর স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য কামরুল লায়লা জলির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহাদত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, সাবেক জেলা পরিষদ প্রশাসক এ্যাড. শরিফুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, পৌরসভার প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুলসহ অন্যরা। প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্কুলের প্রাক্তন ছাত্রী শারলিনা জানান, এ স্কুল আমাদের হাসি আনন্দের, সুখে দুঃখের সাথি। দীর্ঘদিন পর স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের সাথে ৫০ বছর পূর্তির এ অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও স্কুলের প্রাক্তন ছাত্রী ও সাবেক নারী সংসদ সদস্য কামরুল লায়লা জলি জানান, মাগুরার সাবেক নন্দিত সংসদ সদস্য এ্যাড. আসাদুজ্জামানসহ তৎকালিন বিশিষ্ট ব্যক্তিবর্গ এ স্কুলটি প্রতিষ্ঠা করে গেছেন। এ স্কুলটি প্রতিষ্ঠিত না হলে হয়তো অনেক ছাত্রীই লেখাপড়া থেকে ঝড়ে যেত। এখান থেকে পড়াশুনা করে অনেকেই আজ দেশ বিদেশে প্রতিষ্ঠিত । তাদেরকে একত্রিত করতে পেরে আমরা সত্যিই আনন্দিত।সূত্র মাগুরা বার্তা24