মাগুরায় ১৭ বোতল ফেন্সিডিল সহ এনামুল শেখ(৩২)
পিতা:কুবাদত শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।
আজ বুধবার ২১সেপ্টম্বর সকাল ৮টায় এক গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা দেড়ুয়া লাঠিয়াল পাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১৭ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয় ।
মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক খবির আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা যায় ।
মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সংবাদমাধ্যমকে জানান, মাদকের ভয়াল গ্রাস থেকে আমাদের সাধারণ মানুষকে বাঁচাতে হবে, যার ধারাবাহিকতায় জেলাব্যাপি মাদকের বিরুদ্ধে ঝটিকা অভিযান অব্যাহত রয়েছে ।