০৪ অক্টোবর ২০২২ইং মঙ্গলবার জনাব মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ ) খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা মহোদয়, শারদীয় দুর্গোৎসব ২০২২ উপলক্ষে মাগুরা জেলায় আগমন করেন এবং বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।পাশাপাশি অতিরিক্ত ডিআইজি মহোদয় সংশ্লিষ্ট পূজা মন্ডপ কমিটির প্রতিনিধিদের সাথে কথা বলেন এবং সার্বিক নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ের খোঁজ খবর নেন। নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালন নিশ্চিত করতে পুলিশের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান।
মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার) মহোদয় শুভেচ্ছা বিনিময়কালীন তিনি উপস্থিত পূজারি, পূজা কমিটির সদস্য এবং সাংবাদিকবৃন্দের উদ্দেশ্যে অনাকাঙ্ক্ষিত কোন ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য গোয়েন্দা কার্যক্রম এবং সাবলীল ভাবে পূজা উদযাপনসহ প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা প্রদানের বিষয়ে আশ্বস্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মাগুরা; জনাব মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মাগুরা; জনাব মোঃ নাজিম উদ্দীন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),মাগুরা; ডিআইও-১; অফিসার ইনচার্জ, মাগুরা সদর থানা।