[০৪ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ]
পুলিশি সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক সকল পুলিশ সদস্যদের অভ্যন্তরীন সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে মাগুরা জেলা পুলিশের রায়ট ড্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অদ্য-০৪/০৯/২০২২ খ্রিঃ তারিখ পুলিশ লাইন্স, মাগুরাতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক অনুষ্ঠিত অবৈধ সমাবেশ/জনতা ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে শক্তি প্রয়োগের (Application of Force) যথাযথ নিয়ম অনুসরণ ও এতদসংক্রান্তে মাগুরা জেলা পুলিশের রায়ট ড্রিল প্রশিক্ষণে ব্রিফিং প্রদান করেন জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা,পিপিএম-সেবা(বার),পুলিশ সুপার, মাগুরা মহোদয়।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মাগুরা; জনাব মোঃ নাজিম উদ্দীন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),মাগুরা; আরওআই, রিজার্ভ অফিস, আর আই, পুলিশ লাইন্স, মাগুরাসহ সকল অফিসার ও ফোর্সবৃন্দ।