মাগুরার মহম্মদপুরের পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথুড়ি গ্রামের আনোয়ার হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩০ পিস ইয়াবা সহ আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। শুক্রবার বিকাল ৩ ঘটিকায় তাকে আটক করা হয়।
মহম্মদপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, এসআই জান্নাতুল ফেরদৌস বাদশা ও সঙ্গীয় পুলিশ সদস্য খালেক ও সাঈদ কে নিয়ে মহম্মদপুর সদরের জাঙ্গালিয়া শেখ হাসিনা সেতু এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় আনোয়ারের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার গতিরোধ করে তল্লাশি চালানো হয়।তখন আনোয়ারের প্যান্টের পকেটে ৩০ পিস ইয়াবা পাওয়া গেলে তাকে আটক করা হয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, পলাশবাড়ীয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজারে হার্ডওয়ার ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল আনোয়ার।
আটক আনোয়ার পলাশবাড়িয়া ইউনিয়নের বেথুড়ি গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।
মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ অসিত কুমার রায় বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।