আজ ৮ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে মাগুরা জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ, মাগুরা জেলার সরকারি শিশু পরিবার বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এতিম শিশুদের ভরণপোষণ, শিক্ষা ও উপযুক্ত মর্যাদায় সমাজে পুর্নবাসন করার জন্য সরকার সারাদেশব্যাপী “সরকারি শিশু পরিবার” পরিচালনা করছে। জেলা প্রশাসক এতিম কন্যা শিশুদের বিদ্যালয়ে মানসম্মত পাঠদানসহ শিশুদের মানসিক বিকাশমূলক এবং বিভিন্ন টেকসই কার্যক্রম গ্রহণ করার পরামর্শ প্রদান করেন। সরকারি শিশু পরিবার বালিকা বিদ্যালয়ের শিশুদের সঠিকভাবে শিক্ষা গ্রহণ করে দেশ ও সমাজের উন্নয়নের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনে এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান। সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের মনোজ্ঞ খেলাধুলা উপভোগ শেষে বিজয়ীদের মাঝে জেলা প্রশাসক পুরস্কার বিতরণ করেন।
জেলা প্রশাসন, মাগুরা সবসময়ই শিশু পরিবারের সকল কল্যাণমূলক কর্মকান্ডে সহযোগিতা এবং উৎসাহ প্রদান করে থাকে।