শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
রাজশাহীর দুটি জলাভূমিকে দেশের প্রথম ‘জলাভূমি–নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা আরএমপি ডিবি অফিস পরিদর্শন করলেন পুলিশ কমিশনার; সততা ও পেশাদারিত্বের নির্দেশনা প্রদান আট দফা দাবীতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সুজন নওগাঁর পোরশায় পুকুরের পানি সেচকে কেন্দ্র আফজাল হত্যার ঘটনার হাবিবুর’কে র‌্যাবের হাতে আটক  ক্ষমতার দাপটে অফিস করছেন সাসপেন্ড প্রকৌশলী রাজশাহী মহানগরীর রাজপাড়ায় হত্যার উদ্দেশ্যে অপহরণ করতঃ মুক্তিপণ দাবীর তদন্তে সন্দিগ্ধ অন্যতম প্রধান অপহরণকারী সজিব‘কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ রাজশাহীতে ১১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ী মোসাঃ শারমিন’কে গ্রেফতার করে র‌্যাব-৫ রাজশাহীতে তিন যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা: প্রত্যাহারের দাবিতে চন্দ্রিমা থানা ঘেরাও মোহনপুর এসএসসি পরীক্ষাকেন্দ্রে চলছে কোচিং বানিজ্য পুঠিয়ায় প্রতিবন্ধী আপন বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে ছোট ভাইয়ের পরকীয়া  ছাত্রীকে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী প্রধান শিক্ষক মোঃ আকরাম মন্ডল (৫৩) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) কমিটি গঠন তানোরে পুরোহিতের বাড়িতে ডাকাতি চেষ্টা, দায়ের কোপে ১০ বছরের শিশুসহ আহত দুই মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ যথাযোগ্য মর্যাদায় ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে র‍্যালী ও আলোচনা সভা মাগুরা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহী এলজিইডির কার্যালয়ে দুদকের অভিযান গোমস্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ ,স্ত্রী আটক, স্বামী পলাতক রাজশাহী মহানগরের পবা থানা এলাকা হইতে মাদক পরিবহনকালে ২১৪ বোতল এ্যালকোহল মাদকদ্রব্য সহ ০১ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫
Notice :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps  

ম্যাটস্’র কোর্স কারিকুলাম ও চার দফা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক / ৩৫ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ), বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাক্টিশনার এসোসিয়েশন(বিডিএমপিপিএ) এবং সাধারণ ম্যাটস্ শিক্ষার্থী ঐক্য পরিষদ এর যৌথ উদ্দোগে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমরার বেলা ১২.০০ টার সময় লক্ষীপুরে এক চেম্বার ভবনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত বক্তব্য বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন রাজশাহী জেলা আহ্বায়ক ডাঃ মোঃ ইয়াসিন আলী বলেন, আমরা দীর্ঘ ৫০ বছর ধরেই সুনামের সাথে গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা প্রদান করে আসছি। কিন্তু আজকে অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে এই স্বাস্থ্যখাতের নির্যাতিত ডিএমএফ জাতি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমানে আমাদের চলমান যৌক্তিক ৪ দফা আন্দোলন নিয়ে কতিপয় স্বৈরশাসকের দালাল গ্রেজুয়েট চিকিৎসকের উসকানিতে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন আমাদের নিয়ে ইলেক্ট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতিতে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রচার প্রচারণা করছে। এতে ডিএমএফ ডিগ্রিধারী উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের অর্জিত সুনাম নষ্ট হচ্ছে এবং জনমনে দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এ সকল অপপ্রচার দেশের প্রচলিত ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ধারা ২৫ উপধারা (ক) (খ) এবং একই আইনের ধারা -২৯ উপধারা (১) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এবং চবহধষ পড়ফব (অপঃ ঢখঠ ড়ভ ১৮৬০ এর সেকশন ৪৯৯, ৫০০ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া, ডিএমএফ ডিগ্রিধারী ডিপ্লোমা চিকিৎসকের অধিকার আদায়ের লক্ষ্যে হাইকোর্টের মামলা চলমান রয়েছে। কোর্টের চলমান মামলার রায়কে প্রভাবিত করার লক্ষ্যে মেডিকেল শিক্ষার্থীদের কর্মবিরতি, কর্মসূচি, সভা সমাবেশ একদিকে দেশের বিচার বিভাগের স্বাধীনতা বিরোধী এবং আদালত অবমাননার সমান অন্যদিকে দেশের সাধারণ মানুষের কষ্টের কারণ হয়ে দাড়িয়েছে। আমরা এ সকল কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সকল বৈষম্যগুলো মধ্যে চারটি দাবি তুলে ধরছি। আমাদের দাবি সমূহ হল ১) অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিকসহ সরকারি বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃজন করা। ২) প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপে লগবুক প্রণয়ন করতে হবে। ৩) বিএমএন্ডডিস স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার অধিকার প্রদান করতে হবে। ৪) প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন করে “মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” নামকরণ সহ প্রস্তাবিত ধারায় সংশোধনীসহ বাস্তবায়ন করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংগঠিত হলেও ম্যাটস শিক্ষার্থীর দীর্ঘদিনের বৈষম্য এর অবসান হয়নি, এই বৈষম্য অবসানের লক্ষ্যে আমরা দীর্ঘকাল থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। সর্বশেষ গত ২২/০১/২০২৫ ইং তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয় ৭ কার্যদিবস এবং ০৯/০২/২৫ ইং তারিখে ৩ কার্যদিবসের মধ্যে দাবি আদায়ের লিখিত প্রতিশ্রুতি দিলেও দৃশ্যমান কিছুই বাস্তবায়ন হয়নি । যেহেতু মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো এ ব্যাপারে আন্তরিকতার সাথে কোনো ব্যবস্থা নেয়নি সেহেতু আমরা কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। এর ফলে কোন অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হলে সকল কর্মসূচির দায়ভার স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলেও তারা জানান। এসময় বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্রাকটিশনার রাজশাহী জেলা আহ্বায়ক ডাঃ মোঃ আল আমিন হোসেনসহ ম্যাটস্’র শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!