আবু বক্কার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার সাপাহার উপজেলার সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী যোগ্য সমাজসেবক হিসেবে স্বর্ণপদক পেয়েছেন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কর্তৃক তাকে স্বর্ণপদক দেয়া হয়।
গত রোববার তিনি ডাকযোগে এ পদক পেয়েছেন। করোনা পরিস্থিতির কারণে আনুষ্ঠানিকভাবে পদক দিতে না পারায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম এক পত্রের মাধ্যমে এবং ডাকযোগে স্বর্ণপদক প্রেরণ করেছেন।
করোনা ভাইরাস পরিস্থিতির শুরু থেকে ইউপি চেয়ারম্যান আকবর আলী তার পরিষদের পক্ষ থেকে ইউনিয়ন বাসীর মাঝে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন। ফলে সদর ইউনিয়নে করোনার সংক্রমণ খুবই কম। এজন্য বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম চেয়ারম্যান আকবর আলী কে অভিনন্দন জানান সেই সাথে যোগ্য সমাজসেবক হিসেবে স্বর্ণপদক প্রদান করেন।