Dhaka ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাতভর অভিযান-গুলি, সকালে আস্তানা ছেড়ে ৪ জঙ্গির আত্মসমর্পণ

  • Reporter Name
  • Update Time : ০৩:০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
  • ৭৮৯ Time View

ডেস্ক রিপোর্ট : প্রায় ৯ ঘণ্টা সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা সেই বাড়ির ভেতর থেকে ৪ জঙ্গি আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার রাত ২টার পর থেকেই উপজেলার উকিলপাড়া এলাকার ওই বাড়িটি ঘিরে রাখে পিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে বাড়িটির ভেতরে থাকা ৪ জঙ্গি র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ৪ জঙ্গি হলেন- কিরণ ওরফে হামিম ওরফে শামীম, নাইমুল ইসলাম, আতিউর রহমান ও আমিনুল ইসলাম।

র‌্যাব বলছে, অভিযানের পর ওই বাড়ি থেকে পিস্তল, গান পাউডার, প্রশিক্ষণ সামগ্রী ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ মুহূর্তে বাড়িটি ঘিরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কাজ করছে।

লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, উকিলপাড়া এলাকায় ফজলুল হক নামের এক শিক্ষকের বাড়িতে অনেক দিন ধরে একজন নারী ভাড়াটিয়া বসবাস করছিলেন। এরমধ্যে কয়েক মাস আগে বগুড়া থেকে দুজন অপরিচিত লোক সেখানে বসবাস শুরু করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় র‌্যাব বৃহস্পতিবার রাত থেকে পুরো উকিলপাড়া এলাকা ঘিরে ফেলে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ওই বাড়ি ঘিরে শুরু হয় অভিযান।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ি থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এর মধ্যে র‌্যাব ওই বাড়িতে থাকা ব্যক্তিদের আত্মসমর্পণ করার আহ্বান জানায়। পরে সকাল পৌনে ১১টার দিকে ৪ জঙ্গিকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

এর আগে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন মিরাজ জানিয়েছিলেন, ওই বাড়িটি ভাড়া নিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত থেকে অভিযান শুরু হয়। ওই বাড়ির ভেতর থেকে জঙ্গিরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

এদিকে রাত থেকে বাড়িটি ঘিরে র‌্যাবের অভিযান ও গুলির শব্দে পুরো এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই বাড়ির আশপাশ দিয়ে স্থানীয়দের চলালচ করতে নিধেষ করেছে র‌্যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

admin

Popular Post

বাগমারা উপজেলার ১৩ নম্বর গোয়ালকান্দিতে ধানের শীষের প্রচারণা শুরু

error: Content is protected !!

রাতভর অভিযান-গুলি, সকালে আস্তানা ছেড়ে ৪ জঙ্গির আত্মসমর্পণ

Update Time : ০৩:০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০

ডেস্ক রিপোর্ট : প্রায় ৯ ঘণ্টা সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা সেই বাড়ির ভেতর থেকে ৪ জঙ্গি আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার রাত ২টার পর থেকেই উপজেলার উকিলপাড়া এলাকার ওই বাড়িটি ঘিরে রাখে পিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে বাড়িটির ভেতরে থাকা ৪ জঙ্গি র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ৪ জঙ্গি হলেন- কিরণ ওরফে হামিম ওরফে শামীম, নাইমুল ইসলাম, আতিউর রহমান ও আমিনুল ইসলাম।

র‌্যাব বলছে, অভিযানের পর ওই বাড়ি থেকে পিস্তল, গান পাউডার, প্রশিক্ষণ সামগ্রী ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ মুহূর্তে বাড়িটি ঘিরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কাজ করছে।

লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, উকিলপাড়া এলাকায় ফজলুল হক নামের এক শিক্ষকের বাড়িতে অনেক দিন ধরে একজন নারী ভাড়াটিয়া বসবাস করছিলেন। এরমধ্যে কয়েক মাস আগে বগুড়া থেকে দুজন অপরিচিত লোক সেখানে বসবাস শুরু করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় র‌্যাব বৃহস্পতিবার রাত থেকে পুরো উকিলপাড়া এলাকা ঘিরে ফেলে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ওই বাড়ি ঘিরে শুরু হয় অভিযান।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ি থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এর মধ্যে র‌্যাব ওই বাড়িতে থাকা ব্যক্তিদের আত্মসমর্পণ করার আহ্বান জানায়। পরে সকাল পৌনে ১১টার দিকে ৪ জঙ্গিকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

এর আগে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন মিরাজ জানিয়েছিলেন, ওই বাড়িটি ভাড়া নিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত থেকে অভিযান শুরু হয়। ওই বাড়ির ভেতর থেকে জঙ্গিরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

এদিকে রাত থেকে বাড়িটি ঘিরে র‌্যাবের অভিযান ও গুলির শব্দে পুরো এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই বাড়ির আশপাশ দিয়ে স্থানীয়দের চলালচ করতে নিধেষ করেছে র‌্যাব।