রাত পোহালেই দেবীপক্ষের সূচনা! শুভ মহালয়া – magurarkotha.com

রাত পোহালেই দেবীপক্ষের সূচনা! শুভ মহালয়া

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ২৫, ২০২২

মহালয়ার এই দিনে অশুভ শক্তির বিনাশ হয়ে জাগরিত হবে শুভ শক্তি। ভোর পেরিয়ে সকাল হতেই শুরু হবে শুভেচ্ছা বিনিময়

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই উপস্থিত মহালয়ার ভোর । বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের  গলায় সেই শাশ্বত পাঠ শোনার পরই বাঙালির ঘরে প্রবেশ করবে দুর্গা পুজো মনের ভিতর ঘরে বেজে উঠবে আনন্দ ধ্বনি। ঘাটে ঘাটে শুরু হয়ে যাবে তর্পণ । পিতৃপক্ষ শেষ হয়ে সূচনা হবে দেবীপক্ষের। উমা আসবেন ঘরে। এ বছর মহালয়া ৮ আশ্বিন ১৪২৯ অর্থাৎ ইংরাজির ২৫ সেপ্টেম্বর ২০২২, রবিবার।

মহালয়ার এই দিনে অশুভ শক্তির বিনাশ হয়ে জাগরিত হবে শুভ শক্তি। ভোর পেরিয়ে সকাল হতেই শুরু হবে শুভেচ্ছা বিনিময়।

শুভ মহালয়া

error: Content is protected !!