রূপসায় সন্ত্রাসী হামলায় একজন আহত, হাসপাতালে ভর্তি – magurarkotha.com

রূপসায় সন্ত্রাসী হামলায় একজন আহত, হাসপাতালে ভর্তি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৫, ২০২১

রূপসায় সন্ত্রাসীদের হামলায় সাকির চৌধুরী (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে সাকিরের মা হোসনেয়ারা বেগম বাদী হয়ে রূপসা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে বলা হয়, গত শুক্রবার রাত ১১টায় বাগমারা প্রাইমারী স্কুলের সামনে অপু ফার্মেসীর সামনে ওষুধ কেনার জন্য সাকির সেখানে পৌঁছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কয়েকজন অস্ত্রধারী তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সাকিরের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে কৌশলে সাকির সেখান থেকে দৌঁড়ে পালাতে গেলে হামলাকারীরা তাকে জাপটে ধরে এবং এসময় তার আর্ত চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা সাকিরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা সাকিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে স্থানীয় ফাঁড়ি ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর মামলার প্রস্তুতি হাতে নেয়া হয়েছে। অপরাধীদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

error: Content is protected !!