বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
খুলনা বিভাগের সর্ববৃহৎ ঘোড়দৌড় প্রতিযোগিতা মহম্মদপুরে অনুষ্ঠিত হয়েছে উপমহাদেশের বিখ্যাত শিল্পী নচিকাতার পৈত্রিক ভিঠা ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় মাগুরায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ শ্রীপুরে ইছাক-আবিরন ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও শীতবস্ত্র বিতরণ মাগুরা শ্রীপুরের সেই জোড়া শিশু মারা গেছে মাগুরা ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত  জরুরী নোটিশ: দৈনিক মাগুরার কথা অনলাইন নিউজ পোর্টাল এর সকল আইডি কার্ড বাতিল করা হলো। ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন মাগুরার জিহাদুল ইসলাম ইউসুফ  মাগুরায় মোহনা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।  মহম্মদপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ মহম্মদপুর বিশ্ব ডিম দিবস – ২০২৪ পালিত  মাগুরা রিপোর্টার্স ইউনিটির মহম্মদপুর উপজেলা শাখার কমিটি গঠন। মাগুরার জেলা প্রশাসক শহিদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মাগুরায় জেলা প্রশাসকের সাথে রিপোর্টার্স ইউনিটের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে দুর্যোগ প্রস্তুতি ও পরিবেশ সচেতনতা প্রচারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং সেচ্ছাসেবী দল গঠন  মাগুরার নবাগত পুলিশ সুপার জনাব মিনা মাহমুদার যোগদান মহম্মদপুরে গণঅধিকার পরিষদের নতুন সদস্যদের যোগদান সভা অনুষ্ঠিত মাগুরা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৮০কেজি গাঁজা সহ দুজন মাদক ব্যবসায়ী আটক নানা আয়োজনে মাগুরার মহম্মদপুরে মৎস্য সপ্তাহের উদ্বোধন মহম্মদপুরে বৃদ্ধকে জনসম্মুখে মাথা ন্যাড়াসহ গোঁফ কেটে দেওয়ার অপরাধে ত্রিনাথ শীলকে আটক করেছে পুলিশ
Notice :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps  

লেগ স্পিনার ‘আমিনুল’ চমকে দিলেন অভিষেকেই

মাগুরার কথা ডেক্স / ৫৮৯ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১০:০১ পূর্বাহ্ন

ঝিনুক ডেস্ক-
আমিনুল ইসলাম বিপ্লবের হাতে বল তুলে দিতেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারি থেকে ভেসে উঠল উল্লাসধ্বনি। বোঝা গেল তরুণ লেগ স্পিনারকে নিয়ে ভালোই আগ্রহ তৈরি হয়েছে গত কদিনে। দর্শকদের হতাশ করেননি আমিনুল।
আন্তর্জাতিক অভিষেকে তৃতীয় বলেই উইকেট এনে দিয়েছেন দলকে। আমিনুল উইকেট পেয়েছেন নিজের পরের ওভারেও। এই উইকেটটা দুর্দান্ত ছিল। হ্যামিল্টন মাসাকাদজা সুইপ করতে গিয়েছিলেন আমিনুলকে। সোজা প্যাডে চলে আসা বলটা ব্যাটে লাগাতে পারেননি—পরিষ্কার এলবিডব্লিউ। চার ওভার শেষে আমিনুলের বোলিং ফিগারটা দুর্দান্ত—৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট। রঙিন অভিষেক তো একেই বলে!
আমিনুলের আকস্মিক অন্তর্ভুক্তি নিয়ে গত কদিনে অনেক কথাই হয়েছে। বয়সভিত্তিক ক্রিকেট কিংবা ঘরোয়া ক্রিকেটে যাঁকে দেখা গিয়েছে টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে, তিনিই বাংলাদেশ দলে ‘চমক’ হয়ে এসেছেন একজন লেগ স্পিনার হিসেবে। বাংলাদেশ অনেক দিন ধরেই হন্যে হয়ে খুঁজছে একজন লেগ স্পিনার। রশিদ খানরা যেভাবে নাকাল করে ছাড়ছেন, একজন রিস্ট স্পিনারের জন্য বাংলাদেশের হাপিত্যেশ যেন তাতে আরও বাড়ছে। কোচ রাসেল ডমিঙ্গো বারবার নির্বাচকদের বার্তা দিয়েছেন, ‘দ্রুত একজন লেগ স্পিনার দিন।’

নির্বাচকদের মনে হয়েছে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলে থাকা বিকেএসপির সাবেক ছাত্র আমিনুলই আপাত সমাধান। আসলেই সমাধান কিনা সেটি এখনই বলার সময় হয়নি। এই সিরিজেই তাঁর আফগান-পরীক্ষা এখনো বাদ আছে। পড়ে আছে দীর্ঘ কণ্টকাকীর্ণ পথ। ভবিষ্যতের কথা ভবিষ্যতের জন্য তোলা থাক। অভিষেকটা তাঁর মনে রাখার মতোই হয়েছে। বলে তেমন টার্ন নেই (অন্তত আজকের বোলিং বিচারে), খুব একটা জোরের সঙ্গেও করেন না। প্রথম ম্যাচ দেখে মনে হলো আমিনুলের মূল শক্তি ধারাবাহিক ভালো লেংথে বোলিং করে যাওয়া।

আমিনুলের লেগ স্পিনার বনে যাওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বিকেএসপির কোচ মন্টু দত্তের। বিকেএসপির হয়ে সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগ খেলা আমিনুলকে মন্টু কাজে লাগিয়েছেন খণ্ডকালীন বোলার হিসেবে। এই প্রিমিয়ার লিগের পরই আমিনুল মনোযোগী হয়েছেন বোলিংয়ে। শরীয়তপুর বাড়ি, তবে ঢাকায় বেড়ে ওঠা একজন ব্যাটসম্যানের লেগ স্পিনার বনে যাওয়ার ইতিহাস সংক্ষেপে বললেন মন্টু, ‘বিকেএসপি দলে কোনো লেগ স্পিনার ছিল না, ব্রেক থ্রু এনে দেবে, এ আশায় ওকে নিয়ে আসতাম। প্রিমিয়ার লিগে তাকে খণ্ডকালীন বোলার হিসেবেই ব্যবহার করতাম। ওখান থেকে সে বোলিংয়ে বেশি মনোযোগী হয়েছে। পরে বিসিবির যে দলগুলোয় সুযোগ পেয়েছে, লেগ স্পিনে নিয়মিত হয়েছে।’

মন্টু অবশ্য আমিনুলকে শুধু লেগ স্পিনার হিসেবে দেখতে রাজি নন। তাঁর আশা, ব্যাটসম্যান সত্তাকে গুরুত্ব দিয়ে আমিনুল ধীরে ধীরে হয়ে উঠবেন দুর্দান্ত অলরাউন্ডার, ‘ওকে আরও কাজ করতে হবে। আরও অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। ওর সবচেয়ে বড় শক্তি, জায়গাটা ভালো। অনেক লেগ স্পিনার ওভারে দুটো শর্ট বল দিয়ে ফেলে। বিপ্লবের (আমিনুল) জায়গাটা ভালো, এটাই ওর শক্তি। লেগ স্পিনার হিসেবে একটু পেস বাড়াতে পারলে ভালো। তবে সে কিন্তু মূলত ব্যাটসম্যান। আমার প্রত্যাশা সে ভালো অলরাউন্ডার হয়ে উঠবে ধীরে ধীরে।’

বড় চমক হয়েই বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন আমিনুল। প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার স্নায়ুচাপ সরিয়ে আজ বল হাতেও কম চমকে দেননি ১৯ বছর বয়সী লেগ স্পিনার। তাঁর চ্যালেঞ্জ এটাই—সামনেও ধরে রাখতে হবে এই পারফরম্যান্স। না হলে হারিয়ে যেতে হবে বিস্মৃতির অতলে। প্রশ্নবিদ্ধ হবে নির্বাচকদের পছন্দ!


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!