মাগুরা জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু, কিশোর- কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের C4D খাতের আওতায় ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আজ দুপুরেে মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কমিউনিটি ডায়ালগ/ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঠারখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীবন বিশ্বাস, মাগুরা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আনজুম আরা মাহমুদা। অনুষ্ঠানে ভিডিও কলে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক শিউলী দাস। এছাড়া আঠারখাদা ইউনিয়ন পরিষদের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন। এই মতবিনিময় সভায় ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান প্রদান উপলক্ষে অভিভাবকদের অবহিত করা হয়। অনুষ্ঠানে নারী, পুরুষ, কিশোর কিশোরীসহ শতাধিক অংশগ্রহণ করেন।