সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকী সংলগ্ন খোলপেটুয়া নদীতে নতুন ফেরিঘাট স্থাপনের প্রশাসনিক অনুমোদন দিয়েছে সড়ক বিভাগ। ২৪ ফেব্রুয়ারী সড়ক বিভাগের উপ সচিব ফাহমিদা হক এক পত্রে কয়রা-নওয়াবেকী-শ্যামনগর সড়ক (জেড-৭৬১০)এর ২৫ তম কিঃমি এ খোলপেটুয়া নদীতে নতুন ফেরিঘাটের প্রশাসনিক অনুমোদনের কথা উল্লেখ করেছেন।
এবিষয়ে সাতক্ষীরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দারকে বিষয়টি অবহিত করে এক পত্র প্রেরণ করেছেন।
তিনি তার পত্রে উল্লেখ করেন, ”উপরোক্ত বিষয় ও সুত্রস্থ স্মারকের প্রেক্ষিতে যথাযথ করে জানানো যাচ্ছে যে, ২০ আগস্ট ২১ তারিখের ডিও লেটারের প্রেক্ষিতে কয়রা-নওয়াবেকী-শ্যামনগর সড়ক খোলপেটুয়া নদীতে নতুন ফেরিঘাট স্থাপনের প্রশাসনিক অনুমোদন পাওয়া গিয়েছে”।
এদিকে নতুন ফেরিঘাট স্থাপনের সংবাদ পেয়ে আনন্দ-উল্লাসে মেতেছে উপকূলের মানুষ। অনেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ এস.এম জগলুল হায়দারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে সামাজিক মাধ্যমে।