নিজস্ব প্রতিবেদকঃঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)শ্যামনগর উপজেলা শাখা, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২০ পালন করেছে। শনিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সহস্রাধিক(সিপিপি) স্বেচ্ছাসেবক, উপজেলা চত্বরে জমায়েত হয় ।
সিপিপি পরিচালক প্রশাসন আহমদুল হকের দিক’নির্দেশনায়, সহকারি পরিচালক মামুনুর রশিদের সার্বিক তত্ত্বাবধানে- শ্যামনগর উপজেলা সিপিপির টিম লিডার সদ্য নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ মাকসুদুর রহমান (মুকুল) ও শ্যামনগর সদর ইউনিয়ন (সিপিপি) টিম লিডার আব্দুর রশিদ (নান্টু) সহ অন্যান্য টিম লিডারদের অক্লান্ত পরিশ্রমে, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে র্যালি ও মোটর শোভাযাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে ।
র্যালি ও মটর শোভাযাত্রা শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান সড়কগুলি প্রদিক্ষণ করে শ্যামনগর সরকারী হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৃষ্ট ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সেখান থেকে আজ অব্দি বিভিন্ন দুর্যোগে বিপদাপন্ন মানুষের মাঝে সেবা দিয়ে আসছে।
সিপিপি স্বেচ্ছাসেবকগন কোনরূপ প্রাপ্তির প্রত্যাশা ব্যতিরেকে দুর্যোগ ঝুঁকি হ্রাসে কাজ করেন ।
ইতোপূর্বে বিভিন্ন দুর্যোগে তারা স্বেচ্ছাসেবার অনন্য দৃষ্টান্ত রেখে মানব সেবায় কাজ করেছেন এবং ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বিপদাপন্ন মানুষের পাশে থেকে জনগণের জীবন ও সম্পদ রক্ষায় বিশেষ অবদান রেখেছেন।
তারই ধারাবাহিকতায় দুর্যোগের পূর্ব প্রস্তুতি, বিপদাপন্ন জনগোষ্ঠীকে উদ্ধার অপসারণ, আশ্রয় কেন্দ্রে স্থানান্তর এবং গবাদি পশু ও ফসল রক্ষার্থে সুপরিকল্পিতভাবে সিপিপি কাজ করে চলেছে।