শ্যামনগর প্রতিনিধিঃ গতকাল ১৪ নভেম্বর শনিবার বিকালে শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জনপ্রিয় বীমা প্রকল্প পপুলার লাইফ ইন্সুরেন্স এর আয়োজনে মেয়াদ উত্তীর্ণ বীমা দাবি ও মৃত্যুদাবীর চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় । ২৪ জন গ্রাহকের মেয়াদ উত্তীর্ণ বীমা দাবি ও ৩ জন মৃত্যুদাবী গ্রাহকের মাঝে ৮ লাখ ১৯ হাজার ৪৮২ টাকার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু ।
জনপ্রিয় বীমার সহকারী প্রকল্প পরিচালক মোঃ আব্দুস সোবহান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক আলহাজ্ব আকবর কবীর।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প পরিচালক মোঃ রবিউল ইসলাম, শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সচিব আমিনুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিভিন্ন পর্যায়ের গ্রাহকবৃন্দ।