নিজস্ব প্রতিনিধি,শ্যামনগর।। সাতক্ষীরা’র শ্যামনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী শেখ রাজিয়া নাসেরের বিদেহী আত্নার মাগফেরত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২১নভেম্বর শনিবার বিকাল ৪ টায় শ্যামনগর সদরের নাসরুল উলুম সিদ্দীকিয়া কুরবানিয়া মাদ্রাসায় সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার এর আয়োজনে এতিমদের সাথে নিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম ও উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মুফতি আব্দুল খালেক।
দোয়া অনুষ্ঠানে আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিগন উপস্থিত ছিলেন।