শ্যামনগর ব্যুরোঃ ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে শ্যামনগরে বঙ্গবন্ধু ম্যুরাল এর শুভ উদ্বোধন ও এক বিশাল বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর (বুধবার) বিকাল ৪টায় শ্যামনগর চৌরাস্তা মোড়ে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিশেষ পি.পি চেয়ারম্যান এ্যাডঃ এস এম জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী (ভারপ্রাপ্ত ইউএনও), শ্যামনগর থানা অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা, ওসি তদন্ত কাজী শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, বাকশিস সভাপতি অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৃষ্ণানন্দ মূখার্জী, চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, শ্যামনগর সদর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জি,এম, আকবর কবীর প্রমুখ ।আলোচনা অনুষ্ঠানের পূর্বে শ্যামনগর চৌরাস্তা মোড়ে নব-নির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল এর শুভ উদ্বোধন করেন এমপি এস এম জগলুল হায়দার। এ সময় আওয়ামীলীগ,বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক মোশারাফ হোসেন।