শ্যামনগর( সাতক্ষীরা) প্রতিনিধিঃসাতক্ষীরা’র শ্যামনগরে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা স্মারক প্রদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর বধুবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে শ্যামনগর সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস, এম, জগলুল হায়দার। প্রদান অতিথি তার বক্তব্যে বলেন,
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলার নারী জাগরণের স্বপ্নদ্রষ্টা। তার স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। সারা জীবন তিনি তার সেই স্বপ্নের কথা বলে গেছেন, লিখে গেছেন তার গল্প-উপন্যাস-প্রবন্ধগুলোতে। যা আজও দিকনির্দেশনা হিসেবে সামনে রয়েছে। বেগম রোকেয়ার জীবন আচরণ নারী শিক্ষার প্রসারে তার কাজ স্মরণীয়। তিনি এই লড়াই চালিয়ে গেছেন আমৃত্যু।আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরন করছি।
তিনি আরো বলেন,আজ বাংলার নারীরা বেগম রোকেয়ার আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলার বিভিন্ন উচ্চ পদস্থ চেয়ারে নারীরা অধিষ্ঠিত।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মিসেস শাহানা হামিদ সহ অনেকে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান, জাতীয় মহিলা সংস্থার সংগঠক আনিসুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান ।