শ্যামনগর ক্যাবল অপারেটর ফিডের কমিটি গঠন সভাপতি ডিএম ডলার‌ ও সাধারণ সম্পাদক আজিবর রহমান – magurarkotha.com

শ্যামনগর ক্যাবল অপারেটর ফিডের কমিটি গঠন সভাপতি ডিএম ডলার‌ ও সাধারণ সম্পাদক আজিবর রহমান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১১, ২০২১

শ্যামনগর উপজেলার ক্যাবল অপারেটর মালিকদের সমন্বয় কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। গত১০ই মার্চ বুধবার বিকাল ৫ টায় মুন্সিগঞ্জ প্রাকৃতিক সৌন্দর্য আকাশ নীলা ইকো সেন্টারে ক্যাবল অপারেটর গতিশীল করার জন্য আগামী এক বছরের এই কমিটি গঠন করা হয়।

সভাপতিত্বে করেন,ক্যাবল অপারেটর ফিডের অন্যতম সদস্য বাপ্পি।ক্যাবল অপারেটর ফিডের উপদেষ্টা হলেন, মো: বুলবুল ও মোঃ আঃ কাদের।

সভাপতি ডি এম ডলার,সহ-সভাপতি রবিউল ইসলাম,
সাধারণ সম্পাদক আজিবর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক প্রিন্স কামাল ও তুফান, সাংগঠনিক সম্পাদক আব্দুর ছালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আঃ কালাম, ক্যাশিয়ার লিটন জোয়াদ্দার।
সদস্য হলেন, নেমাই, রাজু, বাপ্পি, কবির হোসেন, মিন্টু, শেখ সাব্বির, ব্রজেন, সাজু,কাদের ও সাইফুল প্রমুখ।

সভাপতির বক্তব্যে, ক্যাবল অপারেটর ফিড ঐক্য ধরে রাখায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে। সম্মিলিত আন্দোলন করায় আজ সফলতা এসেছে।নেতৃত্ব দিতে নয়-নিজের ব্যবসায়ের স্বার্থে আপনাদের সাথে আছি। সুন্দর এই সংগঠনের একজন সাধারণ সদস্য হতে পারলেই আমি সন্তুষ্ট বলে তিনি সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, কবির হোসেন

error: Content is protected !!