বিশ্ব নদী দিবস উপলক্ষে গ্রীন ভয়েস কেন্দ্র ঘোষিত কর্মসূচি নদী দখল ও দূষণ মুক্ত রাখার দাবীতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা লিউজা-উল-জান্নাহ মহোদয়ের হাতে গ্রীন ভয়েস শ্রীপুর উপজেলা শাখার সবুজ বন্ধুরা স্মারকলিপি প্রদান করেন।
“আমাদের জনজীবনে নৌপথ ” প্রতিপাদ্যে ২৫ সেপ্টেম্বর রোববার সকালে “বিশ্ব নদী দিবস ” উপলক্ষে এই স্বারকলিপি প্রদান করা হয়।
এ সময় শ্রীপুর উপজেলা প্রশাসনের সুনামধন্য কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ নদী দূষণরোধে আরো একতাবদ্ধ ভাবে কাজ করার পরামর্শ দেন। এবং নদী দূষণ করে এমন সকল কর্মকান্ডের উপর নজরদারী রাখতে বলেন।
স্বারকলিপি প্রদানের সময় শ্রীপুর উপজেলা গ্রীন ভয়েস সভাপতি আব্দুর রশিদ মোল্লা, সহ-সভাপতি আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ মোঃ মিনহাজ রহমান, অন্যতম সদস্য খাতুনে জান্নাত, সদস্য আদনান সামী, রিফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বারকলিপি প্রদান শেষে শ্রীপুরের প্রাণ “কুমার নদ” এর আসে পাশের সকল দোকান, হোটেল, ও বাজারে যাতায়াতকারী সাধারণ মানুষকে নদী দূষণ সম্পর্কে সচেতনতামূলক প্রচার করা হয়। সেই সাথে ডাস্টবিন ব্যবহারের অনুরোধ করা হয়।