সোহেল রানা, শ্রীপুরঃ
বিশেষ আয়োজনের মধ্য দিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত ৪ ও ৫ মার্চ ২০২৪ দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
পবিত্র কোরআন তেলাওয়াত জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আমলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবু হায়াত মন্ডল,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আমলসার ইউপি সদস্য হাসি বেগম,
স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন্নাহার দীপ্তি, তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন উপস্থাপন সহ বিদ্যালয়ের প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরেন এবং শিক্ষার মান উন্নয়ন বজায় রাখতে সকল অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।
সমসাময়িক শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মানিক চন্দ্র রায় প্রধান শিক্ষক আমলসার মাধ্যমিক বিদ্যালয়।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ আবু হায়াত,জেড এম মিজানুর রহমান,মোঃ আলাউদ্দিন, তাপস কুমার,রেনুকা পারভীন, মর্জিনা খাতুন, রহিমা খাতুন,অনুপমা বিশ্বাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলী।
পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমলসার বাজার কমিটির সভাপতি মোঃ ময়েন উদ্দিন শেখ এবং সাধারণ সম্পাদক আব্দুল মতিন মিয়া, মোঃ আকবর বিশ্বাস, অজিৎ বিশ্বাস, সপ্তমী রানীসহ বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহাদাত জোয়ার্দ্দার, মোঃ আল মামুন (লালটু), হাসান মন্ডল অন্যান্য অভিভাবক বৃন্দ