সাতক্ষীরায় এক দিনে নয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সাতক্ষীরা জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৭৭ জন। আজ রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্ত নয়জনের মধ্যে পাঁচজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। সদর উপজেলা, তালা ও দেবহাটা উপজেলায় তিনজন করে সংক্রমিত হয়েছেন।
এ ব্যাপারে জেলা সিভিল সার্জন হুসাইন সাফায়াত বলেন, আজ রোববার পর্যন্ত সাতক্ষীরা জেলা থেকে ১ হাজার ৩৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে ৯০২ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এর মধ্যে ৭৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সংক্রিম ব্যক্তিদের মধ্যে চারজন সুস্থ হয়েছেন। তবে এ জেলায় এখন পর্যন্ত করোনায় কেউ মারা যাননি।