সাতক্ষীরা জেলা পরিবেশ রক্ষা কমিটির সাবেক সভাপতি, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সাবেক সম্পাদক ও প্রকাশক মরহুম মহসিন হোসেন বাবলুর স্মরণে সাতক্ষীরা জেলা পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে সাতক্ষীরায় শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে ২৪ ডিসেম্বর বেলা ২টায় সাতক্ষীরা জজকোর্ট চত্বরে কম্বল বিতরণ করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ এ,বি,এম, সেলিম। সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডঃ অসীম কুমার মন্ডলের উপস্থাপনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি এ্যাডঃ শেখ জুলফিকার আলম, এ্যাডঃ মোস্তফা জামান, অধ্যক্ষ নাজিরুল ইসলাম, এ্যাডঃ আশরাফুল আলম বাবু, উপস্থিত ছিলেন আলহাজ্ব এ্যাডঃ নুরুল আমীন, এ্যাডঃ সরদার সাইফ, এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পী, এ্যাডঃ শিহাব মাসউদ সাচ্চু, এ্যাডঃ কাজী আব্দুল্লাহ আল হাবিব, মোঃ আক্তারুজ্জামান বাচ্চু,মাসুদুর জামান সুমন, এ্যাডঃ আবু সাইদ রাজা, সাংবাদিক ও সাতক্ষীরা পরিবেশ রক্ষা কমিটির প্রচার সম্পাদক মোঃ আবু সাইদ, মোঃ হেলাল উদ্দিন, মোঃ রাউফুজ্জামান, হায়দার আলী শান্ত, এ্যাডঃ খগেন্দ্রনাথ, এ্যাডঃ আলমগীর আশরাফ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন করোনা ভাইরাস থেকে বাচার লক্ষ্যে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান। সাতক্ষীরায় গ্রীন সাতক্ষীরা, ক্লিন সাতক্ষীরা করার লক্ষ্যে এবং সাতক্ষীরা শহরকে বসবাস যোগ্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের এগিয়ে আসার ও সহযোগীতা করার আহবান করেন।