আবু বক্কার,সাপাহার (নওগাঁ): কালী পূজা সুষ্ঠু ভাবে উদযাপনের লক্ষে নওগাঁর সাপাহার সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে কালী মন্ডপে করোনা সুরক্ষা সামগ্রী (মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান এবং নগদ অর্থ) বিতরণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনমথ সাহা, ইউপি সচিব মহিদুল হক লিপু, সাংবাদিক নয়ন বাবু সহ সকল ইউপি সদস্যগণ উপস্থিত থেকে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
সুষ্ঠুভাবে শ্যামা পুজা উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন ও স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের আহবান জানান স্বর্ণপদকপ্রাপ্ত সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী।
এ সময় সবাই কে সামাজিক দূরত্ব বজায় সহ শতভাগ মাস্ক নিশ্চিতের পরামর্শ সহ কালী মন্দির পরিদর্শন করেন চেয়ারম্যান আকবর আলী।