আবু বক্কার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” শ্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর এবং বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে হাত ধোয়া কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ কর্মসূচি বাস্তবায়ন করেন। এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
এসময় সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মুহা রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুজিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, সমাজ সেবা অফিসার আবুল মনসুর আহমেদ, ইউপি চেয়ারম্যানসহ অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।