আবু বক্কার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে আনন্দমুখর পরিবেশে নওগাঁর সাপাহারে জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার সাফল্যের ৩য় বছর পেরিয়ে ৪র্থ বছরে পদার্পন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টার দিকে সাপাহার রিপোর্টার্স ফোরাম হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে দৈনিক আলোকিত সকাল পত্রিকার সাপাহার উপজেলা প্রতিনিধি হাফিজুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিজিবি সদস্য আবুল হোসেন।
এসময় প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, শিক্ষক মাসুদ রানা, সাংবাদিক সোহেল চৌধুরী রানা, আলোকিত সকাল পত্রিকার পোরশা উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন, রিপোর্টার্স ফোরামের সদস্য নাজমুল হক সনি, আবু বক্কার সিদ্দিক, মরিয়ম বেগম, নূরে জান্নাত ময়নাসহ ফোরামের সকল সদস্যবৃন্দ।