আবু বক্কার, সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: যথাযথ মর্যাদায় নওগাঁর সাপাহারে নওগাঁ জেলা ট্রাক-লড়ী ও কাভার্টভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৬৫০) এর উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টায় সাপাহার হাসপাতাল রোডে অবস্থিত নিজস্ব শাখা কার্যালয়ের সমানে থেকে সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর আলীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালী শেষে শ্রমিকগণ শহীদ স্মৃতি স্তম্ভে গিয়ে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
এসময় সংগঠনের সহ-সভাপতি হারুন অর রশিদ,সাধারণ সম্পাদক আবুল হোসেন,সহ-সাধারন সম্পাদক আলমগীর হোসেন,সাংগঠনিক সম্পাদক এজাজুল হক (এজাজ) সড়ক সম্পাদক ফরিদুল করিম,কোষাধক্ষ্য বেলাল হোসেন,প্রচার সম্পাদক নুর ইসলাম,দপ্তর সম্পাদক শামীম হোসেন, সিনিয়র সদস্য লুৎফর রহমান,সুলতান হোসেন,নুর আলম পিংকী, আব্দুল কাদের, আলমগীর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।