সাপাহারে বন্যার্তদের মাঝে সরকারি ত্রান বিতরণ করছেন ইউএনও কল্যাণ চৌধুরী – magurarkotha.com

সাপাহারে বন্যার্তদের মাঝে সরকারি ত্রান বিতরণ করছেন ইউএনও কল্যাণ চৌধুরী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ৬, ২০২০

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বন্যার্তদের মাঝে ধারাবাহিক ভাবে সরকারি ত্রান বিতরণ করে আসছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।

বিভিন্ন সময়ে উপজেলার পাতাড়ী ইউনিয়নে বন্যা কবলিত এলাকা সহ বন্যা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া প্রায় ১ হাজার বন্যার্থদের মাঝে সরকারি ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এসব ত্রান সামগ্রী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন।

এসময়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু শোয়েব খান, ইউপি চেয়ারম্যান মুকুল মিয়া সহ সংশ্লিষ্ট ইউপি সদস্য ও গ্রাম পুলিশেরা উপস্থিত থেকে ত্রান বিতরণে সহায়তা করেন।

error: Content is protected !!