নওগাঁর সাপাহারে স্কলারশীপ ও স্বল্প খরচে বিদেশে উচ্চ শিক্ষা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদরের আরব টাওয়ার হলরুমে জিনিয়াস এডুকেয়ার মিডিয়া (জেম) এর আয়োজনে স্কলারশীপ ও স্বল্প খরচে বিদেশে উচ্চ শিক্ষা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় জেম’র সিইও জহুরুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, অধ্যাপক আল-ফারুক চৌধুরী মলিন, অধ্যাপক ইসমত এনামুল হক, চৌধুরী চান মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যাক্ষ আব্দুল জলিল, দিঘীরহাট কলেজের সাবেক অধ্যাক্ষ আব্দুন নুর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অবিভাবকগন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ালিউর রহমান সেলিম।
এসময় প্রতিষ্ঠানটির সার্বিক দিক নিয়ে বক্তব্য প্রদান করেন বক্তারা।