নিজস্ব প্রতিনিধি:
করোনা পরিস্থিতিতে আগামী ৩ আগস্ট পর্যন্ত সীমিত আকারে সরকারি-বেসরকারি অফিস ও স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলবে বলে নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মঙ্গলবার (৩০ জুন) রাতে বিষয়টি জানান তিনি।
তিনি বলেন, এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হচ্ছে। তবে এখন দোকান ও শপিংমলগুলো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৪টা পর্যন্ত খোলা থাকলেও কাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। আর কোরবানির পশুর হাটের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে যে সিদ্ধান্ত নেবে সেভাবেই চলবে।
এর আগে মার্চ মাসের শুরুতে দেশে করোনা আক্রান্ত রোগী প্রথম শনাক্ত হয়। পরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, গত ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ছিল। পরে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খুলে দেওয়া হয়, চালু করা হয় গণপরিবহন। পরে এ ব্যবস্থা ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হয়। সেই মেয়াদ গতকাল শেষ হলে আজ থেকে নতুন নির্দেশনা অনুযায়ী চলবে অফিস ও গণপরিবহন।