দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সকল জেলা পর্যায়ে গণপরিবহন সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিত করতে উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই ২০২৫) বেলা ১১টায় রাজশাহী নগরীর শাহ্ ডাইন কনভেনশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব আঃ রহিম বক্স দুধু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কোষাধ্যক্ষ জনাব মোঃ খোকন মিয়া এবং রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি জনাব মোঃ রুকুনুজ্জামান (আলম)। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক জনাব মোঃ নজরুল ইসলাম হেলাল।
এছাড়াও সভায় উত্তরবঙ্গের ১৬টি জেলার সড়ক পরিবহন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা “জুলাই মাসে যারা গণআন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি সম্মান জানিয়ে আমরা এই সভা শুরু করে।”
সসভায় বক্তারা বলেন, “বর্তমানে যেসব অবৈধ যানবাহন— যেমন ব্যাটারি চালিত অটো, করিমন, লোডার ভ্যান— যত্রতত্র চলছে, সেগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে বরং আমাদের ২০ বছরের পুরোনো বাস বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। আমরা দাবি জানাচ্ছি— লোহা কখনো পুরনো হয় না, যত্ন নিলেই তা দীর্ঘদিন ব্যবহার উপযোগী থাকে। পাকিস্তান আমলের ট্রেন এখনো বাংলাদেশে চলছে, তাহলে আমাদের বাস কেন অচল হবে?”
নেতৃবৃন্দ সরকারের নতুন বাজেটে আয়কর বৃদ্ধিরও প্রতিবাদ জানান এবং বলেন, “একজন শ্রমজীবী পরিবহন মালিক বা চালকের উপর অতিরিক্ত আয়কর চাপিয়ে দেওয়া একটি নিষ্ঠুরতা।” তারা অবিলম্বে বাড়তি আয়কর প্রত্যাহারের দাবি জানান।
প্রধান অতিথি আঃ রহিম বক্স দুধু বলেন, “আপনাদের যৌক্তিক দাবিগুলো সংশ্লিষ্ট উপদেষ্টা ও মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া হবে এবং দ্রুততম সময়ে এসব বিষয়ে সমাধানের চেষ্টা করা হবে।” তিনি আরও জানান, “উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতিতে একটি শক্তিশালী ও কার্যকর নতুন কমিটি গঠন করা হবে।”
উক্ত সভাটি রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের আয়োজনে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।