দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের উন্নয়ন করতে এই মুহুর্তে জনগণের নির্বাচিত সরকার অত্যন্ত জরুরী বলে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। শনিবার বিকেলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওহাটা পৌর ৮নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে অত্র ওয়ার্ড বারইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচনী কমিটি গঠনের লক্ষে কর্মী সভায় তিনি এই কথাগুলো বলেন।
মিলন বলেন, আগামী বছরের ফেব্রæয়ারী মাসের প্রথমেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন নিয়ে একটি দল ও মহল গভীর ষড়যন্ত্র করছে। কিন্তু দেশবাসী তাদের সকল ষড়যন্ত্র রুখে দেবে। জনগণ এখন একতাবদ্ধ হয়েছে। দেশের গনতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অনেক ত্যাগ স্বীকার করেছেন। ওয়ান ইলেভেনের সময় তাঁকে এবং তার দুই সন্তানকে আটক করে অমানবিকভাবে নির্যাতন করা হয়। এই নির্যাতনে ছোট সন্তান আরাফাত রহমান কোকো চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। পতিত ফ্যাসিস্ট সরকার তাঁকে দেশে আসতে দেয়নি। তবে এ মাসেই তিনি দেশে আসবেন এবং নির্বাচনে অংশগ্রহন করবেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, বেগম খালেদা হচ্ছেন মাদার অব ডেমোক্রেসি। তিনি কখনো অন্যায়ের সাথে আপস করেননি। শুধু তাইনয় তিনি দেশের মানুষকে ছেড়ে বিদেশে যাননি। দীর্ঘ পৌনে ছয় বছর তিনি বিনা কারনে কারাবাস করেছেন। মিথ্যা মামলায় তাঁকে জেলে পাঠানো হয়েছিলো। বেগম জিয়া ২৩টি স্থানে জাতীয় সংসদ নির্বাচন করেছেন। কোথাও তিনি হারেননি। এবারও তিনটি সংসদীয় আসনে তিনি নির্বাচন করছেন। সেগুলো হলো ফেনি, দিনাজপুর ও বগুড়াতে। এবারেও তিনি প্রতিটিতে বিশাল ব্যবধানে জয়লাভ করবেন বলে আশাব্যাক্ত করেন তিনি।
মিলন বলেন, তারেক রহমান বলেন, সবার আগে দেশ। তাঁর সুর মিলিয়ে তিনিও বলেন, সাবার আগে যেমন দেশ, তেমনি সবার আগে তার নিকট পবা-মোহনপুরবাসৗী। তিনি সর্বদা পবা-মোহনপুরবাসীর পাশ থাকতে চান। এর কোন বিকল্প নাই বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, এই সংসদীয় আসনে অনেকেই মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দল একজনকেই মনোনয়ন দিতে পারবেন। এজন্য তাঁকেই মনোনয়ন দিয়েছেন। এখন দলের সবাইকে ধানের শীষে পক্ষে কাজ করার অনুরোধ করেন। সেইসাথে মোনাফেক দল জামায়াতের বেহেস্তের টিকিট বিক্রি করা বন্ধ এবং জনগণকে ঐ বিভ্রান্তকারী দল থেকে দূরে রাখতে নেতাকর্মীদের পাড়া-মহল্লায় প্রতিটি বাড়িতে বাড়িতে যেয়ে বোঝানোর আহ্বান জানান। বক্তব্য শেষে বেগম জিয়াসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত মুসলিম ব্যক্তিগণ এবং সকল মৃত মুসলমানের আত্মার মাগফিরাত এবং অসুস্থ ব্যক্তিদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন নওহাটা পৌর ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, নওহাটা পৌর সাবেক মেয়র ও জেলা বিএনপি’র সদস্য শেখ মকবুল হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটার, নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান।
আরো উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, বিএনপি নেতা এমদাদুল হক, নওহাটা পৌর ১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবজাল হোসেন, বিএনপি নেতা বকুল আবু সুফিয়ান, যুবদল রাজশাহী জেলা শাখার সদস্য ফরিদুল ইসলাম সাহেব জাদা, নওহাটা পৌর যুবদলের সাবেক আহŸায়ক সুজন মোল্লা, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইরিয়াস আলী শান্ত ও সাধারণ সম্পাদক নাহিদ ইসলামসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।