এবছর হজ্ব নিবন্ধনের টাকা ফেরত নেয়া যাবে – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

এবছর হজ্ব নিবন্ধনের টাকা ফেরত নেয়া যাবে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২৪, ২০২০

অনলাইন ডেস্কঃ

বিশ্বে এ বছর মহামারি করোনাভাইরাসের কারণে হজ্বে যেতে পারবেন না কোনো বাংলাদেশি। তবে হজে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন তারা টাকা ফেরত পাবেন বলে জানান ২৩ জুন, মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম।

তিনি এ বিষয়ে নুরুল ইসলাম বলেন, নিবন্ধনের টাকা ব্যাংক হিসেবে সুরক্ষিত রয়েছে। যারা টাকা ফিরিয়ে নিতে চাইবে তাদের কাছে টাকা ফেরত দেয়া হবে, আবার যদি কেউ এই বছরের টাকা পরের বছরের হজের জন্য রাখতে চান, তবে সেটিও করা সম্ভব হবে। অর্থ ফেরত দেয়ার বিষয়ে কোনো সমস্যা হবে না। কারণ মন্ত্রণালয় বিষয়টি পর্যবেক্ষণ করছে। কোন সমস্যা হবেনা।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে ফোন করে জানান, করোনা মহামারীজনিত পরিস্থিতির কারণে এ বছর প্রথাগত কোনো হজ পালন করতে দেয়া হবে না। এ বছর কেবলমাত্র একটি সীমিত সংখ্যক (অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয়ই এক হাজারের কম) লোককে হজ করতে দেয়া হবে।

এই পরিস্থিতিতে সিদ্ধান্তটিকে ‘সঠিক’ বলে মনে করে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সৌদি যুবরাজকে ফোন দেয়ার জন্য ধন্যবাদ জানান। এর আগে ২২ জুন, সোমবার সন্ধ্যায় করোনার কারণে এ বছর খুব সীমিত পরিসরে হজ পালনের কথা আনুষ্ঠানিক ভাবে জানায় সৌদি আরব সরকার। দেশটির এই সময়ের সিদ্ধান্তকে সঠিক বলে মনে করে বাংলাদেশ সরকারও।

error: Content is protected !!