লক্ষ্মীপুরের কমলনগরে সাংবাদিক আব্বাস উদ্দিনকে হত্যার হুমকিদাতা শীর্ষ সন্ত্রাসী ও খুনি হেলালের বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বুধবার (০৩ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের (কমলনগর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ পরোয়ানা জারি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় রিনা হত্যা মামলার সংবাদ প্রকাশকে কেন্দ্র করে হেলাল নামের ওই ব্যক্তি সাংবাদিক আব্বাস উদ্দিনকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন। এ ঘটনায় সাংবাদিক আব্বাস উদ্দিন মামলা দায়ের করলে আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এ বিষয়ে সাংবাদিক আব্বাস উদ্দিন বলেন, “সত্য সংবাদ প্রকাশ করায় আমাকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে অভিযুক্ত হেলালের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। আমি আইনের প্রতি আস্থাশীল। ন্যায়বিচার পাব বলে আশা করি।”
অন্যদিকে স্থানীয় সাংবাদিক মহল ও সাধারণ মানুষ এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে হুমকিদাতা হেলালকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, সাংবাদিকদের নিরাপত্তা ও মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করতে এ ঘটনায় সংশ্লিষ্ট মহল কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।