কেশবপুরে ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত – magurarkotha.com

কেশবপুরে ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১১, ২০২২

কেশবপুরে ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক গঠন উপলক্ষে এক সভা মঙ্গলবার উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবক এস এম কোরবান আলীর সভাপতিত্বে ও ওয়েভ ফাউন্ডেশনের ডিভিশনাল ফ্যাসালিটেটর জহির উদ্দিনেরর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মুহাঃ আলমগীর হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়নের নির্বাহী পরিচালক আব্দুর রহিম, এ্যাড. রতœাচন্দ্র চন্দ, সুফিয়া খাতুন শিখা, শিপ্রা মন্ডল, গোলাপী দাস, ইউসুফ আলী, রোকোনুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন স্বেচ্ছাসেবক শংকর কুমার। সভায় ইউসুফ আলীকে সভাপতি ও এ্যাড. রতœাচন্দ্র চন্দকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়।

error: Content is protected !!