কেশবপুরে চোরাই মোটরসাইকেল চোর সিন্ডিকেটের এক সদস্যের বাড়ি থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে চিংড়া ক্যাম্প পুলিশ। আরো দু’টি মোটরসাইকেলসহ সিন্ডিকেট সদস্যরা পালিয়েছে।
গত শনিবার সকালে চিংড়া পুলিশ ক্যাম্পের এ এস আই মোজাম্মেল হোক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগরদাঁড়ি ইউনিয়নের রঘুরামপুর গ্রামের আব্দুল খাঁর পুত্র হাফিজুর রহমানের বাড়ি থেকে একটি নতুন চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন। মোটরসাইকেলটি চিংড়া পুলিশ ক্যাম্পের জিম্মায় রয়েছে।এ ব্যাপারে চিংড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই ওয়ালিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি জব্দ করা হয়েছে।তারা শো-রুমের কাগজপত্র দেখাবে বলে ৭ দিন সময় নিয়ে পালিয়ে আছে। গাড়ির কাগজ দেখাতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্যরা তাদের নিকটে থাকা চোরাই মোটরসাইকেলসহআত্মগোপনে চলে গেছে।