কেশবপুরে জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস পালিত – magurarkotha.com

কেশবপুরে জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস পালিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৬, ২০২২

কেশবপুর উপজেলা প্রশাসন আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস-২০২২ উপলক্ষে ৬ এপ্রিল সকালে র‌্যালি, আলোচনা সভা ও কৃতি খেলোয়ারদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহার পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে “সবাই মিলে খেলা করি, মাদক মুক্ত দেশ গড়ি” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার,উপজেলা তথ্য ও প্রযুক্তি কার্যালয়ের প্রোগ্রাম অফিসার আব্দুস সামাদ, থানার এস আই হাসান প্রমুখ। এসময় কৃতি খেলোয়ার জাহিদ হাসান ও মাহফুজুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়।

error: Content is protected !!