কয়রায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে – magurarkotha.com

কয়রায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১১, ২০২১

খুলনার কয়রায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়েছে।
১১ নভেম্বর, বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের মাদারবাড়ীয়া গ্রামের বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
এলাকাবাসির সুত্রে জানা গেছে, পাইকগাছা জিরো পয়েন্ট থেকে ছেড়ে আসা বাসটি মাদারবাড়ীয়া গ্রামের বটতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনা কবলিত বাসের নম্বার খুলনা- জ ০৫-০০৩৫। তাৎক্ষণিক স্থানীয়রা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে। তবে এ ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছে বলে এলাকাবাসী জানায়।
বাসের যাত্রী ঔষুধ কোম্পানির প্রতিনিধি ইমন মোল্লা বলেন, বাস চালানো অবস্থায় ড্রাইভার মোবাইল ফোনে কথা বলছিলো, তখন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ সময় যাত্রীরা হাউমাউ করে কাঁদতে থাকে। বাসের ভিতরে থাকা তার দেড় লক্ষাধিক টাকার ঔষধ নষ্ট হয়ে যায় বলে জানান তিনি।
কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন বলেন, ঘটনাটি শুনার সাথে পুলিশ পাঠানো হয়েছে।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ১১/১১/২১ ইং।

error: Content is protected !!