খুলনা বিভাগে একদিনে ৪৫ জনের মৃত্যু – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

খুলনা বিভাগে একদিনে ৪৫ জনের মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ২৫, ২০২১

মহামারী করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৪৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭৮ জনের।

আজ দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল শনিবার খুলনা বিভাগে মৃত্যু সংখ্যা ছিলো ৩৩ জন। আর শনাক্ত ২৪৯ জন।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় ১১ জন, যশোরে ছয়জন, মাগুরা ও মেহেরপুরে তিনজন করে, বাগেরহাট ও ঝিনাইদহে দুজন করে এবং সাতক্ষীরা, নড়াইল ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

error: Content is protected !!