আগামী এক বছরের জন্য অনুমোদিত এ কমিটির অনুমোদনপত্র গত ১৫ ডিসেম্বর গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মাহমুদ হাসান জুয়েল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল বাতেন বাবু এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আরদেশ আলী রানা।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন হাসিনুর রহমান টিংকু। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহেল রানা, আসাদুজ্জামান, আরিফুজ্জামান লিটন ও মজিবুর রহমান। সিনিয়র সাধারণ সম্পাদক হয়েছেন আনিসুর রহমান মাসুম। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আরিফুল হক, এস এম শহীদুল্লাহ, অরিফুজ্জামান বিপ্লব ও জাকারিয়া জয়।
এ ছাড়া সিনিয়র সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এসারুল ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন জয়কুমার শর্মা। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কুদ্দুস। প্রচার ও প্রকাশনা সম্পাদক দিপ্ত এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সঈদ। অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন তারিকুল ইসলাম। আইন বিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট সানোয়ারুল ইসলাম এবং সহ-আইন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান।
শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোসা সিনথিয়া মিম। রাজনৈতিক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রিয়াঙ্কা দাস। ধর্ম বিষয়ক সম্পাদক নজিবর ইসলাম। সমাজসেবা বিষয়ক সম্পাদক আনাবুল ইসলাম। যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রইস উদ্দিন। শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার। দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আলম হোসেন। স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মখলেসুর রহমান এবং মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শহিদুল ইসলাম।
কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জিয়ারুল ইসলাম, ডলি, শিউলি, ফাইমা আক্তার, আব্দুল গফুর, রাকিবুল ইসলাম, আব্দুল কাদের মিয়া, ইসাহাক, মুরাদ, সাগর ও আনোয়ার।
নেতারা জানান, রাজশাহী মহানগরে গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে নতুন এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।