গরু চুরির সন্দেহে মাগুরায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা  – magurarkotha.com

গরু চুরির সন্দেহে মাগুরায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৭, ২০২৬

মাগুরা সদর উপজেলায় ইছাখাদা এলাকায় গরু চোর সন্দেহে আকিদুল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আকিদুল(৪০) মাগুরা সদর উপজেলার রাঘব-দার ইউনিয়নের পাকা কাঞ্চনপুর গ্রামের মৃত শহর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বাড়তে থাকায় জনমনে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে টেংয়াখালী এলাকা থেকে গরু চুরি করে পালানোর সময় দুই থেকে তিনজনকে স্থানীয়রা ধাওয়া করে। এসময় একজনকে ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় আটক করে স্থানীয় জনতা

গণপিটুনি দেয় । পরবর্তীতে পুলিশ ট্রিপল নাইনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আকিদুল কে আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে পাঠালে পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, নিহত আকিদুলের পরিবার দাবি করেন— তিনি গরু চুরির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন; সে ঢাকা থেকে রাতে ইছাখাদা বাজারে নামলে কয়েক জন লোক তাকে ডেকে নিয়ে উথলী এলাকায় নিয়ে তাকে হত্যা করে। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তার বিরুদ্ধে আনা চুরির অভিযোগ সাজানো এবং পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

ঘটনাটি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অভিযুক্ত গরু চুরি চক্রের বাকি সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলি সাদিক বলেন, নিহত আকিদুল গরু চুরি করে আনার সময় জনতার হাতে ধরা খাই পরে তাকে গণপিটুনি দেয়, পুলিশ ৯৯৯ নাইনে খবর পেয়ে ঈদুল কে আহত অবস্থায় ২৫০ শয্যা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, তিনি আরো বলেন নিহত আকিদুল একজন পেশাদার চোর তার নামে অরেন্ট রয়েছে এবং মামলাও রয়েছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থার দিকে এগোচ্ছি।

error: Content is protected !!