গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যা এবং সারাদেশে সাংবাদিকদের গুম, খুন, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আগামীকাল ৯ আগস্ট (শনিবার) সকাল ১১টায় রাজশাহীর রেলগেট চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
মানববন্ধনের আয়োজন করছে রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার ও সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।পাশাপাশি সাংবাদিকদের উপর সকল প্রকার হামলা, হয়রানি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হবে।
এদিকে, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে দেশের গণমাধ্যমকর্মী ও পেশাজীবী মহলে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।ঘটনাটিকে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের উপর চরম আঘাত হিসেবে দেখা হচ্ছে।
রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, সকল স্তরের সাংবাদিক ও সচেতন নাগরিকদের মানববন্ধনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।