রাজশাহী নগরীর জিরোপয়েন্টে অবস্থিত জলিল বিশ্বাস পয়েন্ট ব্যবসায়ী ঐক্য ফোরাম এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিবাগত রাতে মার্কেটের নিজস্ব হলরুমে( তৃত্বীয় তলা) এই পরিচিত সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দরা মার্কেটির উন্নয়ন এবং ব্যবসায়ীদের করনীয় নিয়ে আলোচনা করেন।বিশেষ করে মার্কেট ব্যবসায়ীদের দোকানের নিরাপত্তা ও আগত ক্রেতাদের নিরাপত্তার বিষয়টির উপর গুরুত্ব দেয়া হয়।
মার্কেটটির নবনির্বাচিত সভাপতি মো: ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জলিল বিশ্বাস পয়েন্টের চেয়ারম্যান মো: আলী আজম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যাপক সারোয়ার হোসেন( সভাপতি (IBWF) রাজশাহী মহানগর,মো: আরিফুল ইসলাম সম্রাট(মার্কেট মালিক পক্ষ),মোঃ খাইরুল ইসলাম(পরিচালক রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি),মো: ইয়াসিন আলী (সহ সাধারন সম্পাদক রাকশাহী ব্যবসায়ী ঐক্য) সহ মার্কেট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রধন অতিথি মো: আলী আজম বলেন,ইসলামে ব্যবসাকে হালাল বলা হয়েছে,যদি তা ক্রেতা- বিক্রেতা উভয়ের সমঝতায় ও লভ্যাংশ যদি পরিমিত হয়।সে দিকে ব্যবসায়ীদের খেয়াল রাখতে হবে।
সভাপতি ইসাহাক আলী বলেন,জলিল বিশ্বাস পয়েন্ট মার্কেটটি ক্রেতাদের কাছে নির্ভরয়োগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাবকরেছ,এই সুনাম যেন ক্ষুন্ন না হয় সে বিষয়ে দোকান মালিকদের সচেতন থাকতে হবে।
তিনি আরো বলেন,আমরা লক্ষকরছি সম্প্রতি মার্কেটটির প্রবেশদ্বারে কিছু বখাটে বসে থাকে এতে ক্রেতারা বিশেষ করে মহিলা ক্রেতারা বিড়ম্বনায় পরে।এদের বিতাড়িত করতে হবে। বিশেষ করে মার্কেটে আগত ক্রেতাদের সাথে ভালো আচরনের প্রতি গুরুত্ব দেন তিনি।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন,সভাপতি মো: ইসহাক আলী আল ফুরকান আতর হাউজ,সিনিয়র সহ সভাপতি মো: রবিউল ইসলাম আজাদ পেন এন্ড ওয়াচ সার্ভিস,
সিনিয়র সহ সভাপতি আবুল মনসুর আকবর আলী নর্থ বেঙ্গল ওয়ার্চ,সহ সভাপতি মো: সৌরভ হাসান বৈশাখী ফ্যাশান,সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলাম রাজীব
রোজ পুষ্পো বিতান,যুগ্ম সাধারণ সম্পাদক: মো কবির হোসেন,ল্যাপটপ পয়েন্ট,সাংগঠনিক সম্পাদক: মো: রাসেল রানা শামিম শামীম ওয়াচ,কোষাধক্ষ মো: শাখাওয়াত হোসেন মুকুল-পদ শোভা টেলিকম,দপ্তর সম্পাদক: ফরহাদ কবির খান মনি,হাজি স্টোর, ক্রিড়া সম্পদাক মো: মিজানুর রহমান মিলন,পারফেক্ট ওয়ার,সদস্য মো আলমঙ্গীর হোসেন,ওউন স্টাইল ফ্যাশান,সদস্যঃ মোঃ ইব্রাহীম হোসেন বাবু,একটিভ ডিজিটাল,মোঃ শাহাদাত ইসলাম নিসাম
আন্ডার গ্রাউন্ড গ্যারাজ।।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চলনায় করেন সাধারণ সম্পাদক
মো: শরিফুল ইসলাম রাজিব রাজিব।