লজাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে “সাংবাদিক সুরক্ষা আইন” শীর্ষক আলোচনা সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাননীয় সভাপতি মোছাঃ আছিয়া আক্তার।
আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষায় একটি কার্যকর সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, সাংবাদিকতা পেশা ঝুঁকিপূর্ণ হলেও সমাজ ও রাষ্ট্রের স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।