জাতীয় শোক দিবস” ২০২১ পালন উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

জাতীয় শোক দিবস” ২০২১ পালন উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১০, ২০২১

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস “২০২১ পালন উপলক্ষ্যে আজ ১০ আগস্ট
সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম আবুজর গিফারীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও উনার পরিবারের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামনগর মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব (ডলি), শ্যামনগর থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ , সরকারী ও বে- সরকারী কর্মকর্তাগন, ও বিভিন্ন এনজিও সংস্থা।

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালনকে সামনে রেখে উপস্থিত সুধী মহল বক্তব্য রাখেন। এ সময় দিবসটি পালনের জন্য নানা কর্মসূচী গ্রহন করা হয়।

error: Content is protected !!